Home » ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে ঈদুল আজহায়

‘এশা মার্ডার: কর্মফল’ আসতে ঈদুল আজহায়

পর পর তিন জন নারী খুন, প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা। পুরো গল্পের এক ঝলক দেখা গেল গতকাল মঙ্গলবার। প্রকাশ্যে এসেছে টিজার।

‘এশা মার্ডার: কর্মফল’ নতুন সিনেমা। এটি পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমার। যেখানে নতুন লুকে হাজির হলেন রেহানা মারিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অভিনয় করছেন পুলিশ অফিসার চরিত্রে।

প্রায় এক মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, ‘বাঁধন কি পারবে “এশা খুন”-এর রহস্য ভেদ করতে?’ এক মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন বাঁধন। টিজারে অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর!

‘এশা মার্ডার’র প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বাঁধন ছাড়াও আছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। তবে আড়াল রাখা হয়েছে গল্পের ভিলেনকে। সেই চরিত্রে কে থাকছেন, তাও সিনেমার গল্পের মতোই রহস্যজনক। এটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে ঈদুল আজহায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *