Home » সিলেটে ৯৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ, আ ট ক ২

সিলেটে ৯৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ, আ ট ক ২

ভারত থেকে চোরাই পথে আসা ৯ হাজার ৮০০ কেজি পেঁয়াজ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। এসময় তারা দুই চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের মিরেরময়দান এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- টাঙ্গাইল জেলার বাসাইল থানার বালিয়া উত্তর পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ারে ছেলে মো.সানোয়ার মিয়া (৪৭) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার নোয়াগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো.মামুন আহমেদ (১৯)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মীরের ময়দান এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিযৈ ২৪৫ বস্তা (৯ হাজার ৮০০ কেজি) ভারতীয় পেঁয়াজ জব্দ করে। যার বাজারমূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এসময় দুই চোরাকারবারিকে আটক ও দুটি মিনি ট্রাক জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *