শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
রাত পোহালেই পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে ঘরে ঘরে বইছে আনন্দের ফল্গুধারা। সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান রাখবেন একই মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ। ইসলামিক ফাউন্ডেশন, সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন জানান, সিলেট নগরীতে এবার নয়টি স্থানে ১১টি বড় জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে বিভিন্ন মসজিদে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়, আলিয়া মাদরাসা মাঠে সাড়ে ৮টায়, পুলিশ লাইন্স মাঠে সকাল ৯টায়, সিলেট কালেক্টরেট মাঠে সকাল সাড়ে ৮টায়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল ৮টা ৪৫ মিনিটে, টিলাগড়ে শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, নগরীর পশ্চিম পীর মহলার গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া ময়দানে সকাল সাড়ে ৮টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে সিলেট নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব। গত বুধবার শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। তিনি জানান, শাহী ঈদগাহে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিকে সিলেট জেলার প্রতিটি উপজেলায় নির্দিষ্ট করে কয়েকটি ঈদ জামাতে নিরাপত্তা প্রদান করবে জেলা পুলিশ। বিশ^নাথ উপজেলায় ৩টি, ওসমানীনগরে ৪টি, বালাগঞ্জে ২টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বিয়ানীবাজারে ৪টি, জকিগঞ্জে ৭টি, কানাইঘাটে ১৪টি, গোয়াইনঘাটে ৪টি, জৈন্তাপুরে ৭টি এবং কোম্পানিগঞ্জে ৪টি ঈদ জামাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখবে পুলিশ।