মুরাদুস সলিহীন, বিএএফ শাহীন কলেজ ঢাকা ৮ম শ্রেণিতে অধ্যায়নরত আছেন। গ্রামের বাড়ি রংপুর জেলায়। সালিহীনের বাবা বিমান বাহিনীতে এবং মা বিএএফ শাহীন কলেজে শিক্ষকতা পেশায় আছেন।
টানা দুইবার উপস্থিত অভিনয়ে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির পুরস্কার তুলে দেওয়া কথা ছিলো। তিনি হটাৎ অসুস্থ হয়ে পরায় শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং শিশু একাডেমির পরিচালক বিজয়ীদের মেডেল ও সনদপত্র তুলে দেন।
সালিহীন অভিনয় ছাড়াও গান, আবৃত্তি, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা এবং বিজ্ঞান প্রজেক্টে কয়েকটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন।
গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় ভূগর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট উপস্থাপনা করে জাতীয় পুরস্কার অর্জন করেন। তার নতুন আবিষ্কার ও ভাবনা দেখে মেলায় আগতো সকলেই অবাক হন।
সালিহীন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত গণহত্যা জাদুঘরের টিভিসি ও ওভিসিতে অভিনয় করেন।
সালিহীনের বড় হয়ে বিমান বাহিনীতে যোগদান করার ইচ্ছে। এর পাশাপাশি সালিহীন অভিনয় এবং বিজ্ঞান গবেষণা চালিয়ে যেতে চান।
নির্বাহী সম্পাদক