ডেস্ক নিউজ: রবিবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে কোথাও কোথাও থেমে থেমে আবার কোথাও টানা বৃষ্টি হচ্ছে। তাই এই বৃষ্টিতে নাকাল সিলেটবাসী। বৃষ্টির কারণে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বিপনী বিতানগুলো প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে গেলেও সন্ধ্যার পর থেকে আবারও টানা বৃষ্টি হচ্ছে। ফলে ঈদ বাজারে কিছুটা স্বস্তি এলেও আবারও বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সিলেট শহরের মার্কেট গুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর বন্দর বাজার গিয়ে দেখা গেছে লোক জন টানা বৃষ্টির মধ্যে শেষ মুহূর্তের কেনাকাটায় বেস্থ। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কা করছেন ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। রাস্তায় লোকজন থাকলেও বৃষ্টির কারণে রিকশা বা সিএনজির সংখ্যা কম।আর এই বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বিকিকিনি বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা করছেন সিলেটের স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, বিগত কয়েক বছরে এমন পরিস্থিতির মুখে পড়তে না হলেও এ বছর তাদেরকে বিরুপ আবহাওয়ার মুখে পড়তে হয়েছে। অনেকে পুজি তুলে আনতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ করছেন।