যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাছির আহমেদ (৯৬) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইউনির্ভাসেল কার্ডিয়াক হাসপাতালে গিয়ে নাছির আহমেদের চিকিৎসার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।
এসময় মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী বলেন, ‘৭১’এর মহান মুক্তিযুদ্ধের সময় নাছির আহমেদ প্রবাসে থেকেও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। সংগঠক হয়ে বিভিন্নভাবে দেশের সাহায্যে এগিয়ে এসেছেন। প্রবাসে মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসাবে যে কয়জন ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন নাছির আহমেদ। তিনি রাজনৈতিক চিন্তাধারায় পরিচ্ছন্ন ও অসাম্প্রদায়িক’।
প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এসময় নাছির আহমেদের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার আশু আরোগ্য কামনা করেন।
বার্তা বিভাগ প্রধান