Home » হুমকি নেই, তবু জঙ্গিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা

হুমকি নেই, তবু জঙ্গিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, এবারের বইমেলায় জঙ্গি হামলার কোনও হুমকি নেই। এরপরও জঙ্গি হামলাসহ সম্ভাব্য সব দিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন কমিশনার। পরে সাংবাদিকদের ব্রিফ করার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। আমরা এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে দেখেছি। এখানে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই।

422174843_326621057039964_4412739185025064517_n
বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবুর রহমান

বিভিন্ন সময় বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। এবার এ ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনও বইয়ের লেখার বিষয়টি বাংলা একাডেমি দেখে থাকে। তবে এমন কোনও লেখা বা বিষয় যদি পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি কোনও সমালোচনা হয়, তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এবারও সেরকম প্রস্তুতি আছে।

418735589_401590705710688_4265398260648931085_n
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

হাবিবুর রহমান বলেন, বইমেলায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় একটি পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলায় প্রবেশপথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতর-বাহিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

422270957_2649872635170650_6090375896353710045_n
বইমেলা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি

কমিশনার বলেন, এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গা ঘেঁষে। তাই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ সহজ হবে।

‘পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। এ দিন বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *