Home » পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ জঙ্গিসহ নিহত ১৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ জঙ্গিসহ নিহত ১৫

পাকিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী হামলায় ৯ জঙ্গিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই বেসামরিক এবং চারজন আইন প্রয়োগকারী এজেন্ট রয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ২৯ জানুয়ারি মধ্যরাত থেকে ৩০ জানুয়ারি ভোররাত পর্যন্ত হামলা করে জঙ্গিরা। পরে পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এসময় এসব হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীসহ জঙ্গিরা বেলুচিস্তানের মাচ এবং কোলপুর শহরে একাধিক সন্ত্রাসী হামলার পর প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতে তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত নয় জঙ্গি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

আইএসপিআর জানিয়েছে, ‘আশেপাশের নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। পরবর্তী অভিযান পরিচালনা করেছেন তারা।’

এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এটি বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে অন্যতম।

গোষ্ঠীটির লক্ষ্য, পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। কয়েক দশক ধরে বিদ্রোহ দেখেছে এটি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *