Home » টাকা দিয়ে ‘অসময়’ দেখেছে তিন লক্ষাধিক দর্শক

টাকা দিয়ে ‘অসময়’ দেখেছে তিন লক্ষাধিক দর্শক

উন্মুক্ত কনটেন্টে সয়লাব ইন্টারনেট দুনিয়া। ইউটিউব ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষ সহজেই বিনামূল্যে কনটেন্ট দেখে। এমন সময়ে সাবস্ক্রিপশন বা আলাদা টাকার বিনিময়ে দর্শককে কিছু দেখানো বেশ কঠিন বটে। আর সেই কঠিন কাজেই চমকে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’ টাকা দিয়েই দেখেছে তিন লক্ষাধিক দর্শক; তাও মাত্র সাড়ে আট দিনে!

বিষয়টিকে রেকর্ড বলে দাবি করেছে ‘অসময়’র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গ। এই ডিজিটাল প্ল্যাটফর্মেই গত ১৮ জানুয়ারি মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মাত্র সাড়ে আট দিনে তাদের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘অসময়’। ১০০টির বেশি দেশ থেকে সাড়ে তিন কোটি মিনিটের বেশি ভিউ হয়েছে ছবিটি। এর আগে বঙ্গ-তে সর্বোচ্চ ভিউর রেকর্ড ছিল অমির বানানো সিরিজ ‘হোটেল রিল্যাক্স’র দখলে।

ওয়েব ফিল্মটি যে চমকপ্রদ কিছু করবে, তা আঁচ করা গিয়েছিল এর প্রিমিয়ারেই। সে দিন ছবিটি দেখে শোবিজ মহলের অনেকেই ভূয়সী প্রশংসা করেছিলেন। যেটা অমির অতীতের কোনও কাজের ক্ষেত্রেই দেখা যায়নি। ফলে অনুমান করা যাচ্ছিল, ‘অসময়’র মাধ্যমে চলমান সময়টাকে জয় করে নেবেন তিনি। হয়েছেও তাই। মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকও প্রশংসায় পঞ্চমুখ।

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অসময়’। যেখানে বর্তমান সমাজের বেশ কিছু বিষয় তুলে ধরেছেন নির্মাতা। দর্শকের অসামান্য সাড়া পেয়ে নির্মাতা অমি বললেন, “এটা নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিলো। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শক ‘অসময়’কে খুব ভালোবেসেছেন। তারা এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।”

ছবিটির মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের জুটির মজার রসায়ন। আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *