Home » মিয়ানমার থেকে কক্সবাজারে এসে পড়ল ১৩ মর্টার শেল

মিয়ানমার থেকে কক্সবাজারে এসে পড়ল ১৩ মর্টার শেল

সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ চলাকালে শনিবার মিয়ানমার থেকে ১৩টি মর্টার শেল ও ১টি বুলেট বাংলাদেশের কক্সবাজার সীমান্তে এসে পড়ে। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের (বিজিপি) কাছে লিখিত প্রতিবাদ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিকেলে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনার প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সীমান্ত পরিদর্শন করেন। তিনি বুলেট ও মর্টার সেল পড়ার স্থানটিও পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী পালংখালী, তুমব্রু ও হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে এবং মিয়ানমারের চলমান সংঘর্ষ ও প্রতিপক্ষের বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বিজিবিকে সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিজিবি মহাপরিচালকের মিয়ানমার সীমান্ত পরিদর্শনবিজিবি মহাপরিচালকের মিয়ানমার সীমান্ত পরিদর্শন
এ ছাড়া মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের নির্দেশ দেন মহাপরিচালক।

এর আগে গত ১৫ জানুয়ারি রাখাইন রাজ্যের পালেতওয়া শহরটি দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটির মুখপাত্র খাইন থু খা বলেন, ‘আমরা কালাদান নদীর তীরবর্তী বন্দরনগর পালেতওয়া দখলে নিয়েছি। প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য শহরটি খুবই গুরুত্বপূর্ণ।’

গত শুক্রবার আরাকান আর্মি জানায়, তারা রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দনগরী পাকতাও দখল করে নিয়েছে।

এরপর থেকেই মূলত সেনাবাহিনী ও আরাকার আর্মির সঙ্গে তুমুল লড়াই শুরু হয়। আরাকান আর্মি এখন পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *