গত ২৬/০১/২০২৪ ইং তাং শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে- জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে- ইংল্যান্ডে সফর রত জকিগঞ্জের কৃতি সন্তান ও সিলেট সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের শিক্ষার পরিচালক মো. আব্দুর রউফ তাপাদার এবং জকিগঞ্জের আরেক কৃতি সন্তান ও পূবালী ব্যাংক ঢাকা হেড অফিসের ডিজিএম- মো.মাহবুব আহমদ এর সাথে “মতবিনিময় সভা” সংগঠনের সভাপতি- মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় পরিচিতি পর্ব শেষে ফুলের তোড়া দিয়ে অতিথি দ্বয়কে বরণ করা হয়।
সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন- উপদেষ্ঠা- মাওলানা মোঃ শেহাব উদ্দিন, মোঃ আব্দুল বাছিত চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য- মসিউর রহমান শাহিন, সাবেক সভাপতি- মোঃ হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ সভাপতি- কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাবেক কোষাধ্যক্ষ- আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, কোষাধ্যক্ষ- মাওলানা মোছলেহ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক- রাসেল আলম চৌধুরী বাবু, সহ সাধারণ সম্পাদক- হাসনাত চৌধুরী, সদস্য- মাওলানা আব্দুর রব বিলাল প্রমূখ।
সভায় আলোচক বৃন্দ বলেন- ২০০১ ইংরেজীতে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রথম থেকে আজ পর্যন্ত এ দেশে ও বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম সুন্দর ও সফল ভাবে চালিয়ে যাচ্ছে,অতিথি দ্বয় সময় দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তাঁদেরকে ধন্যবাদ জানানো হয়।
সংবর্ধিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শত ব্যস্ততার মধ্যেও এসোসিয়েশনর নেতৃবৃন্দ আজ আমাদের কে যে সম্মান ও আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
প্রতিনিধি