Home » সুনামগঞ্জ ছাত্রদল নেতা তোফায়েলের বাড়িতে দফায় দফায় হামলা- ভাঙচুর

সুনামগঞ্জ ছাত্রদল নেতা তোফায়েলের বাড়িতে দফায় দফায় হামলা- ভাঙচুর

সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড় পলির গ্রাও এর বাসিন্দা বর্তমান প্রবাসে পলাতক তোফায়েল আহমেদ এর বাড়িতে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫ই জানুয়ারি ২৪ তারিখে তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী মন্তব্যের কারণে ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ৮ জানুয়ারী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিকের সমর্থকেরা তোফায়েল আহমেদ এর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

বিষয়টি নিশ্চিত করে তোফায়েল আহমেদ এর পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানান – আমরা হঠাৎ তোফায়েল এর নামে ডাক শুনি। পরবর্তীতে একদল সন্ত্রাসী বাহিনী মূলত তারা ছাতক উপজেলা ছাত্রলীগের কর্মী জামাল (২৮) রুবেল নাহিদ (৩০) আবু বকর (২৮) এর নেতৃত্বে আমাদের ঘরে ঢুকে হামলা চালায়। এবং ব্যাপক ভাংচুর চালায়। এ সময় আমরা ছাতক থানায় যোগাযোগ করলে থানার এস আই সহ একদল পুলিশ সদস্য এসে তাদের সাথে যোগ দিয়ে তোফায়েল দেশদ্রোহী বিশ্বাসঘাতক বলে আমাদের হুমকি দিয়ে যান। সর্বশেষ এ ঘটনার পরবর্তীতে ছাতক থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *