: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের ৬৯৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
এ ঘটনায় দুবাই থেকে আগত তিন যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় তাদের আটক করা হয়।’
.শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, সকালে দুবাই থেকে ছেড়ে আসা জি-৯৫১৭ ফ্লাইটে আটককৃতরা ঢাকায় পৌঁছান। তারা কোন প্রকার ঘোযণা ছাড়াই গ্রীন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় সন্দেহ হওয়ায় শুল্ক গোয়েন্দার দল তাদের আটক করে। পরে তল্লাশি করে তাদের মানিব্যাগ ও প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৬টি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৮০ হাজার টাকা। ওজন ৬৯৬ গ্রাম। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।’