Home » জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ৫ টি, মামলার পলাতক আসামী গ্রেফতার

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ৫ টি, মামলার পলাতক আসামী গ্রেফতার

অদ্য ১৫/০১/২০২৪ইং তারিখে আনুমানিক ০৭:৪৫ ঘটিকার সময়, অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, (জালালাবাদ থানা), এসএমপি,

 

সিলেট, মহোদেয়র সার্বিক দিক-নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানায় মূলতবি থাকা জালালাবাদ জিআর-১৮২/২২ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী ১। মোঃ সোনা মিয়া (২৯), পিতা-মৃত দুদু মিয়া, সাং-পাইকরাজ, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে শিবের বাজার পাইকরাজ সাকিন হতে গ্রেফতার করা হয়।

 

এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে ১। জালালাবাদ জিআর-২৫৭/২২, ২। জিআর-২২৫/২২, ৩। জিআর-১৮২/২২, ৪। জিআর-০৮/২৩ পরোয়ানা মূলতবী ছিল। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী অফিসার ও ফোর্সবৃন্দঃ এসআই (নিঃ)/ জনাব সালাহ্ উদ্দিন, এটিএসআই(নিঃ)/ জনাব মোরশেদ কামাল, শিবের বাজার পুলিশ ফাঁড়ি, জালালাবাদ, এসএমপি, সিলেট সহ সঙ্গীয় ফোর্সবৃন্দ।

প্রেস রিলিজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *