Home » আনজুমানে আল ইসলাহ’র দায়িত্বশীল সভা অনুষ্ঠিত: দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

আনজুমানে আল ইসলাহ’র দায়িত্বশীল সভা অনুষ্ঠিত: দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে দৈনিক ইনকিলাবে প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি, ২০২৪) অনুষ্ঠিত কেন্দ্রীয় দায়িত্বশীল সভায় নেতৃবৃন্দ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে দৈনিক ইনকিলাবে একাধিক নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলো নিঃসন্দেহে বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর। এগুলো আল্লামা ফুলতলী (র.) এর মুরিদীন-মুহিব্বীনের হৃদয়ে যেমন আঘাত দিয়েছে তেমনি ইনকিলাবের আদর্শবিচ্যুতি ও ইতিহাস-বিস্মৃতির প্রমাণ তুলে ধরেছে। ইনকিলাবের এমন ভূমিকায় আমরা মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এহেন ঘৃণ্যকর্মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান এর সভাপতিত্বে ও মহাসচিব মুফতী মাওলানা একেএম মনোওর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, আলমগীর হোসেন, আলহাজ্জ শাহজাহান মিয়া, মাওলানা জইন উদ্দিন প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *