দেশের উত্তরপূর্বাঞ্চলের উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩৩ নং আসন সিলেট-৫। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এ আসনের কোন সংসদ সদস্য মন্ত্রীসভায় স্থান পাননি।
জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালে এ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত এমএ হক এক বছরের জন্য হুসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় ভূমি প্রশাসন ও ভূমি সংস্কারমন্ত্রী ছিলেন। তিনি মন্ত্রী হয়ে এলাকায় অনেক উন্নয়নও করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কোন মন্ত্রীসভায় এ আসনের সংসদ সদস্যদের স্থান না হওয়ায় সীমান্তঞ্চলের মানুষ বারবার আশাহত হয়েছেন। এ নিয়ে জনমনে রয়েছে ক্ষোভ। দ্বাদশ সংসদের মন্ত্রীসভায় সিলেট-৫ আসনের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে মন্ত্রী হিসেবে পাওয়ার দাবী জানিয়েছেন সিলেটবাসী।
স্থানীয় কয়েকজন তরুণ ভোটার জানান, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে সাধারণ মানুষ মন্ত্রী চায়। সারাদেশের চেয়ে পিছিয়ে থাকা এ আসনের মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে একবারও মন্ত্রীত্ব পায়নি। সীমান্তঞ্চলের উন্নয়নের কথা বিবেচনা করে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নতুন মন্ত্রিসভায় নেবেন এমনটাই প্রত্যাশা।
জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী একজন সৎ, নিষ্ঠাবান ও বিচক্ষণ মানুষ। বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের প্রতি তিনি সবসময় সমর্থন দিয়ে আসছেন। এবার তাঁকে সর্বদলীয় মানুষ স্বতন্ত্রভাবে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে মন্ত্রীত্ব দিয়ে সিলেটবাসীকে আনন্দিত করবেন বলে আশা করছি।
উল্লেখ্য, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জের ফুলতলিতে বসবাসকারী উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেবের কনিষ্ঠ ছেলে, যিনি ছোট ছাহেব নামে এ অঞ্চলের মানুষের কাছে সর্বাধিক পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমে শেষ পর্যন্ত বিজয়ী হন। তিনি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র বর্তমান কেন্দ্রীয় সভাপতি। [সূত্র: জকিগঞ্জ আইটিভি]
বার্তাটি লিখেছেন- আল হাসিব তাপাদার, জকিগঞ্জ
প্রতিনিধি