Home » সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী জয়ী

সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃনমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এই আসনের ১৪৫ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ৮৯টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তৃনমুল বিএনপি,জাতীয় পার্টি, ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *