Home » সিলেট-২, বিপুল ভোটে জয়ের পথে নৌকার প্রার্থী জননেতা শফিকুর রহমান চৌধুরী

সিলেট-২, বিপুল ভোটে জয়ের পথে নৌকার প্রার্থী জননেতা শফিকুর রহমান চৌধুরী

সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়ের পথে নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট-২ আসনের ১২৮টি কেন্দ্রের মাঝে ১২টিতে শফিকুর রহমান (নৌকা) পেয়েছেন ৩৩৯৬, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক) পেয়েছেন ১৪১৪, গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য) ও জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৪০৬টি ভোট।

সিলেট-২ আসনে প্রার্থী ছিলেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *