আজ সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকের মধ্যে উদ্দীপনা কাজ করছে। সেই তালিকায় আছেন অভিনেত্রী তমা মির্জাও।
‘সুরঙ্গ’খ্যাত নায়িকা তমা বাগেরহাটের মেয়ে হলেও তিনি ঢাকার ভোটার।
সংবাদমাধ্যম অনুযায়ী, মির্জা বলেন, আমি ঢাকার বাড্ডার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনো বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভালো লাগছে।