ক্যারিয়ারের শুরু থেকে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষ মুকুট ছিল শাবনূরের মাথায়। যার নামেই সিনেমা চলত বলা হতো। সেই শাবনূর সময়ের সঙ্গে আর তার সিনেমার ক্যারিয়ার থেকে সরে গেলেন। বাংলা সিনেমায় শুধু যে তার ক্যারিয়ারের হিসেবটা এমন তা কিন্তু নয়। সেই খাতায় নাম আছে এ যাবতকালে বাংলাদেশের সিনেমার প্রায় সব নায়িকার। পার্শ্ববর্তী দেশ বা আন্তর্জাতিক অঙ্গনেও একজন শিল্পী বয়সের সঙ্গে তার কাজও পরিণত হতে থাকে, আর আমাদের শিল্পীদের পথচলাটা কোথায় যেন থেমে যেতে হয়।
তবে এসব অনেক হতাশার মধ্যে শাবনূরের এই ফিরে আসাটা নতুন আশা বললে খুব একটা হয়তো ভুল হবে না। এমনিতেই অনেকদিন পর বাংলাদেশের সিনেমায় যেই ইতিবাচক দিকটা তৈরি হয়েছে সেটি হচ্ছে দর্শকদের আগ্রহ। দেশের দর্শক এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলে, তারা দলবেঁধে দেখতে যায়। বাংলা সিনেমার শো এখন হাউজফুল থাকে আর ‘ব্লকবাস্টার’ শব্দটিও শোনা যাচ্ছে। নতুন এক ভিত্তি তৈরির দিকে যাচ্ছে বাংলা সিনেমা। এই সময় যেমন সিনেমার ব্যবসার স্বচ্ছতা প্রয়োজন তেমনি যেসব বড়পর্দার তারকারা আড়ালে চলে গেছেন প্রয়োজন তাদের ফিরে আসাটা। তবে সেটি নতুন চ্যালেঞ্জ নিয়ে। যেমনটার এখন উদাহরণ শাবনূর।
অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার বহুদিন পর সিনেমায় ফেরার সিদ্ধান্ত নিলেন শাবনূর। একসঙ্গে তিনটি সিনেমা। শাবনূরের জন্যও এটি এক নতুন চ্যালেঞ্জ। কারণ তার ক্যারিয়ারের মাঝের বিরতিতে এদেশে অনেক তরুণ দর্শক তৈরি হয়েছে। যারা শাবনূরকে হয়তো প্রথমবার বড়পর্দায় দেখবে। তাই তাদের জন্য গল্পে শোনা শাবনূরের ইমেজ যেন এখানে বড় চ্যালেঞ্জ। আর সেটিই এখন উতরে যেতে হবে নায়িকাকে।
সম্প্রতি শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমার পোস্টার প্রকাশ হলো। যেখানে নতুন এক আবহে দেখা দিলেন নায়িকা। সামাজিক মাধ্যমেও এটি পোস্টের পর ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।
এখন অপেক্ষা সিনেমাগুলো শেষ হওয়া এবং মুক্তির। শাবনূরের পর্দায় ফেরার এই সিদ্ধান্ত যদি অটুট থাকে তবে বাংলা সিনেমায় হয়তো নতুন আরও এক সম্ভাবনার দিকে এগোতে পারবে।