সিলেট মহানগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় তিনি ভোট দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার বাড়বে।
তিনি বলেন, বিএনপির হরতাল একটা ঢংঢাং। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। সেই সঙ্গে ভোটের পরিবেশ সন্তোষজনক।
সূত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান