সোমালিয়া উপকূলের কাছে ছিনতাই হওয়া কার্গো জাহাজে থাকা সব ভারতীয়কে উদ্ধার করেছেন ভারতের নৌবাহিনীর কমান্ডাররা। শুক্রবার (৫ জানুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন, এমভি লিয়া নরফোক-এর সব ভারতীয় ক্রু নিরাপদ আছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, নৌবাহিনীর অভিজাত কমান্ডো ইউনিট মার্কোস কার্গো জাহাজে অবস্থান নিয়ে সেখানে থাকা ১৫ ভারতীয়কে উদ্ধার করেছে।
সামরিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদর দফতর সাগরে অভিযানে থাকা কমান্ডোদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটি ছিনতাই হয়েছিল। ছিনতাইয়ের খবর প্রথম জানিয়েছিল ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস।
পরে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাইকে কার্গো জাহাজ অভিমুখে পাঠানো হয়েছে। হেলিকপ্টার থেকে জলদস্যুদের জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
গত মাসে আরব সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। সাগরে কয়েকটি জাহাজ আক্রান্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।