আকাশচুম্বী কোনো প্রত্যাশা নেই পূজার। বরং স্বাভাবিক নিয়মে ভালো ভালো কাজ করে যেতে চান। শুরু হলো নতুন বছর। সবার মতো তারকাদেরও আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। তবে পূজা চেরির বিষয়টা একটু ব্যতিক্রম।
এক সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।’
তিনি জানান, চলতি বছর নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান। পর্দায় যেন নিজের অভিনয় দক্ষতা আরও সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন, সেই চেষ্টাই করবেন।
গেল বছর পূজা অভিনীত ‘জ্বিন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। ভৌতিক ঘরানার ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি। এর বাইরে ‘পরি’ নামের একটি ওয়েব সিনেমা মুক্তি পেয়েছে তার। হাতে আরও বেশকিছু সিনেমার কাজ আছে পূজার। সেগুলোর পর্যায়ক্রমে মুক্তি পাবে।