Home » সিলেট-২, প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসনে এক দশক পর ফের ভিড়ছে নৌকা

সিলেট-২, প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসনে এক দশক পর ফের ভিড়ছে নৌকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করেছে। যিনি নবম জাতীয় সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেছেন।

প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)। দীর্ঘ ১০ বছর পর এই আসনে নৌকা ভিড়তে যাচ্ছে। এই আসনে নৌকার প্রার্থীর পালে হাওয়া দিচ্ছেন দলের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। পাশাপাশি কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত এই এলাকার বাসিন্দারা পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বরণ করে নিতে প্রস্তুত। সবমিলিয়ে এই আসনে নৌকার প্রার্থী বিজয়ের আগাম বার্তা পাচ্ছেন।

গত (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে এক দশক পর সিলেট-২ আসনে মহাজোটের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ। তাই বিভক্তির কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ভুলে নৌকার প্রশ্নে একাট্টা হয়েছে বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাসহ সিলেটের আওয়ামী লীগ পরিবার। একের পর এক বর্ধিত কর্মিসভার মাধ্যমে জানান দিয়েছেন নিজেদের ঐক্যমতের।

দীর্ঘদিন পরে গ্রুপিং রাজনীতি ভুলে এক হয়েছেন দুই চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরীর মাঝে ছিল গ্রুপিংয়ের রাজনীতি; যা এবার নৌকা প্রতীক পাওয়ার পর বিলীন হয়েছে। একদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অন্যদিকে সংসদ নির্বাচনে শফিক চৌধুরী পেয়েছেন নৌকার মনোনয়ন। সিলেট-২ আসনের স্থানীয় আওয়ামী লীগ দীর্ঘদিন পর নিজ দলীয় প্রার্থী পেয়ে নেতাকর্মীরা মরুর পানি তৃপ্তির মতো আনন্দিত ও উৎসাহিত। স্বতন্ত্রের ঘাঁটিতে সিঁধ কাটছেন তারা।

অন্যদিকে ইমেজ সঙ্কট আর বারবার দল পরিবর্তনসহ নানা ঘটনায় ভোটের মাঠে জায়গা করে নিতে অনেকটা বেগ পেতে হচ্ছে নৌকার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের। আর ক্লিন ইমেজ নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *