আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রে সকাল ৯টায় কিছুটা কমে ৯ ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা কমার ফলে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। এ ছাড়া ঘন কুয়াশার কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কুয়াশার ঘনত্ব না কমায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে বন্ধ ছিল বিমান চলাচল।
রংপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, আজ সকাল ৬টায় জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সকাল ৯টায় তা দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে ৯ ডিগ্রি সেলসিয়াসে নামে। এমন আবহাওয়া আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক