তারকাদের বিয়ে নিয়ে বরাবরই আগ্রহ থাকে সবার। প্রিয় তারকার বিয়ে মানেই বর-কনের পোশাক ও আয়োজনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা-বিশ্লেষণ। ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও আলোচনার ঝড় তুলে দিয়েছিল এমনই তিন জুটি।
১। সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
একদম আচমকা বিয়ের ঘোষণা দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির। সাদা ও স্নিগ্ধ পোশাকে বন্ধু দিশা ইসলামের সঙ্গে তোলা বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জানান যে ব্যাচেলর জীবনের ইতি টেনেছেন তিনি। সঙ্গে সঙ্গেই শুরু হয় অভিনন্দন ও আলোচনার ঝড়। শেয়ার হতে থাকে নবদম্পতির ছবি। তাদের বিয়ের সাজ নিয়েও ইতিবাচক সাড়া পড়ে যায় সর্বত্র। ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথীর ডিজাইন করা সাদা শেরওয়ানি পরেছিলেন সালমান। কনে দিশাও সেজেছিলেন সাদার শুভ্রতায়। সাদা অ্যাপ্লিকের কাজ করা লেহেঙ্গার সঙ্গে ছিমছাম গয়নায় নজর কেড়েছেন তিনি।
২। তাসনিয়া ফারিণ ও শেখ রেজওয়ান
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেন এই বছর। ফারিণের নো মেকআপ লুকের স্নিগ্ধতা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্তর্জালে। ঐতিহ্যবাহী জামদানি শাড়িয়ে কনে সেজেছিলেন ফারিণ। সেজেছিলেন দেশের স্বনামধন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খানের কাছ থেকে। ছিমছাম ও মিষ্টি বউ ফারিণ প্রশংসায় ভেসেছেন সবার। বর শেখ রেজওয়ান কালো স্যুটে ফরমাল সাজেই হাজির হয়েছিলেন বিয়ের আসরে।
৩। আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ
অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান এবং শিক্ষক মুনজেরিন শহীদের গাঁটছড়া বাঁধার খবর আসে এই বছরের শেষের দিকে। কনে মুনজেরিনের সাজে মুগ্ধ হননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। মিষ্টি গোলাপিতে কনে সেজেছিলেন ইংরেজির এই শিক্ষক। ঐতিহ্যবাহী বুটি নকশার শিল্প কাতান পরেছিলেন তিনি। আঁচলে ছিল রঙিন কারুকাজ। সঙ্গে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ করা চিকন বর্ডারের হালকা গোলাপি জর্জেটের ওড়না পরেছিলেন। গলায় একেবারেই ছিমছাম একটি নেকলেস পরেছিলেন মুনজেরিন। মুক্তার ঝুল দেওয়া সোনার ছোট্ট নেকলেসের সঙ্গে মিলিয়ে পরেছিলেন ঝোলানো দুল। মাঝে সিঁথি করে টেনে চুল বেঁধেছেন। মেকআপে ছিলেন একেবারেই মিনিমাল। অন্যদিকে আয়মান সাদিক পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি। পাঞ্জাবির গলায় আর বোতামের অংশে ছিল সামান্য কাজ।
বার্তা বিভাগ প্রধান