দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সিলেট সফরে এসেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে এক ফ্লাইটে তিনি সিলেটে এসে পৌঁছেন এবং সার্কিট হাউসে রাতযাপন করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সিলেট সার্কিট হাউসে সিইসি কাজী হাবিবুল আউয়াল জেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে মতিবিনময় করছেন।
আগামী ৭ জানুয়ারির ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুপুর ১২টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলায় দায়িত্বরত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন।
পরে শনিবার সন্ধ্যায় একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল।
বার্তা বিভাগ প্রধান