২৮/১২/২০২৩খ্রিঃ অনুমান ১৭:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টেস্থ পদ্মা অয়েল কোম্পানীর ডিপোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি মিনি ট্রাক গাড়িটি আটক করতে সক্ষম হয়।
গাড়িতে থাকা অজ্ঞাত আসামীরা কৌশলে ঘটনাস্থলে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। তাদের পিছু ধাওয়া করিলেও তাদের আটক করা সম্ভব হয় নাই ।
অত:পর উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ১০৫ (একশত পাঁচ) বস্তা ভারতীয় চিনি যার মূল্য অনুমান ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পচিশ হাজার) টাকার ও ০১ (একটি) হলুদ-নীল রং এর ট্রাক যাহার রেজি. নং-ঢাকা মেট্রো ড-১১-৪৮১৪ পেয়ে জব্দ করা হয়। অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে এসএমপি দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২ তারিখ-২৯.১২.২০২৩খ্রি. ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান