অদ্য ২৭/১২/২০২৩ইং তারিখ মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া সাকিনে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে একটি সিন্ডিকেট মোবাইল চুরি করিয়া মোবাইল এর IMEI নাম্বার পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করার তথ্যের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় এসআই/কৌশিক সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অদ্য রাত অনুমান ০২:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারকৃত আসামী
১। মিজানুর রহমান(২১), পিতা-মোঃ মানিক মিয়া, সাং-টিকরপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। মোঃ হাসান আহমদ(২৩), পিতা- মোঃ সিরাজুল, স্থায়ী ঠিকানা, সাং-টিলাগড় ২০নং ওয়ার্ড, থানা-শাহপরাণ(রঃ), জেলা-সিলেট, বর্তমান ঠিকানা, সাং-টিলাগড় ২০নং ওয়ার্ড, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদ্বয়কে আটক করা হয়। তাহাদের দখল ও হেফাজত হইতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ১ নং আসামী মিজানুর রহমান(২১), পিতা-মোঃ মানিক মিয়া, সাং-টিকরপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট এর বসতঘরের ভিতর হইতে সংরক্ষণ করা
ক) Samsung মডেল এর ৭২ টি স্মার্টফোন, খ) Redmi মডেল এর ২৬ টি স্মার্টফোন, গ) Realme মডেল এর ১১টি স্মার্টফোন, ঘ) Walton মডেল এর ০৫টি স্মার্টফোন, ঙ) Huawei মডেল এর ০৫টি স্মার্টফোন, চ) Tecno মডেল এর ০৫টি স্মার্টফোন, ছ) Vivo মডেল এর ০৭টি স্মার্টফোন, জ) Symphony মডেল এর ০৩টি স্মার্টফোন, ঝ) Apple মডেল এর ০৪ টি স্মার্টফোন, ঞ) Nokia মডেল এর ০৩টি স্মার্টফোন, ট) Google Pixel মডেল এর ০৩টি স্মার্টফোন, ঠ) Poco মডেল এর ০২ টি স্মার্টফোন, ড) Oppo মডেল এর ০২টি স্মার্টফোন, ঢ) ০১টি কালো রংয়ের Helio স্মার্টফোন, ণ) ০১টি নীল রংয়ের Lenovo স্মার্টফোন, ত) ০১টি সাদা রংয়ের HTC স্মার্টফোন, থ) ০১টি হালকা সবুজ রংয়ের Benco স্মার্টফোন, দ) ০১টি সবুজ রংয়ের Infinix স্মার্টফোন, ধ) ০১টি কালো রংয়ের Maximus স্মার্টফোন, ন) ০১টি কালো রংয়ের Motorola স্মার্টফোন, প) নাম বিহীন বিভিন্ন ব্র্যান্ড ও রংয়ের ০৬টি স্মার্টফোন, ফ) বেক কভার বিহীন বিভিন্ন ব্রেন্ড ও রংয়ের ১৯টি স্মার্ট ফোন, ব) Nokia বিভিন্ন মডেল এর ০৩ টি বাটন ফোন, ভ) Itel ০১টি কালো রংয়ের বাটন ফোন, ম) Alcatel ০১টি কালো রংয়ের বাটন ফোন, য) Kgtel ব্র্যান্ডের ০১টি কালো রংয়ের বাটন , র) ১০০০ টাকার ০৫টি নোট, সর্বমোট-(১০০০×৫)=৫০০০/-টাকা, ল) ০১টি Apple ব্র্যান্ডের সিলভার রংয়ের মনিটর, শ) ০১টি কালো রংয়ের কি-বোর্ড ও ০২টি কলো রংয়ের মাউস। বর্নিত ১৮৬ টি মোবাইল ফোনসহ আলামত সমূহের মূল্য অনুমান ১৯,৫০,২০০/-টাকা পাইয়া ২৭/১২/২০২৩ ইং তারিখ ভোর ০৪:২৫ ঘটিকায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাহাদের দেখানো তথ্যমতে চোরাইমাল ক্রয়-বিক্রয়ের সহিত জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের নিমিত্তে থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই সংক্রান্তে মোগলাবাজার থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বার্তা বিভাগ প্রধান