২৬/১২/২০২৩ খ্রিঃ তারিখ এসআই/নিহারেন্দু তালুকদার সঙ্গীয় এসআই/লিটন চন্দ্র নাথ, এসআই/সবুজ দাস গুপ্ত, এএসআই/আব্দুস সালাম সহ রাত্রীকালীন সিয়েরা-২১ ফোর্সের সহযোগীতায় জালালাবাদ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ২২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটস্থ নুর মোহাম্মদ রোডের মোবাশ্বির আলীর মালিকানাধীন বাসা নং- এন বি ০২/০১ এর সামনের পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
তিনি উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। কাজী হুমায়ুন কবির (৩৯), পিতা-মৃত কাজী আব্দুল হক, মাতা-আনহারা বেগম, সাং-পীরনগর, দক্ষিণবাগ, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, এ/পি- বাসা নং- এনবি ২/১ নুর মোহাম্মদ রোড, মদিনা মার্কেট, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট, ২। মোঃ সুমন আহমেদ (৩৫), পিতা-মৃত মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ রিপা বেগম, সাং-হায়দরপুর, ইউ/পি- বাদগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, এ/পি- ফরিদ মিয়ার কলোনী, নুর মোহাম্মদ রোড, মদিনা মার্কেট, থানা-লালাবাদ, জেলা-সিলেট দ্বয়কে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ৩২(বত্রিশ) বোতল ফেন্সিডিল,
যাহার ওজন ৩২০০ এম.এল, যাহার মূল্য অনুমান-৪৮,০০০/-(আট চল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক গত ২৬/১২/২০২৩খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/নিহারেন্দু তালকুদার বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে তিনি এই সংক্রান্তে বাদী হইয়া গ্রেফতারকৃত ০২(দুই) জন আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০৯, তাং-২৬/১২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৪(খ)/৪১ রুজু করা হয়। আটক আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বিভাগ প্রধান