Home » সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ২১/১২/২০২৩ খ্রিঃ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, মহোদয়ের সাথে সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উনার পরিচয় প্রদান করেন এবং আগামী দিনসমূহে সিলেট মেট্রোপলিটন কিভাবে দায়িত্ব পালন করবে তা উপস্থাপন করেন।আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ ও নিজেদের পরিচয় প্রদান করেন। কমিশনার মহোদয় সাংবাদিকদের কাছে কোন সমস্যা রয়েছে কি না তা নির্ভয়ে উপস্থাপন করতে আহ্বান জানান।।

সাংবাদিকবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়ের কাছে বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করে সেগুলো সমাধানে পুলিশ কমিশনার মহোদয়কে আহ্বান জানান। তারা মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের কাছে যানজট নিরসন ও অবৈধ এবং রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, কিশোর গ্যাং, হিজরা উপদ্রব,যাত্রীবেশে ছিনতাই, আবাসিক হোটেল এবং গেষ্ট হাউজে অসামাজিক কার্যাকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নির্বাচনকালে দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন।

তারা মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের বিগত মাদক বিরোধী কার্যক্রম এবং দায়িত্ব গ্রহণের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে গৃহীত পুলিশি নিরাপত্তা কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। তারা কমিশনার মহোদয়ের কাছে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে মাদকের বিরুদ্ধে তার পূর্বের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এবং সিলেটেও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলসমূহের মধ্যে দুই রকমের কার্যক্রম পরিচালনা করছে।এক পক্ষ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার

কার্যক্রম পরিচালনা করছে অপরপক্ষ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিরপেক্ষতার সাথে পালন করবে।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবসময় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ শাহরিয়ার আলম, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মোঃ জায়েদ হাসান,

জনাব ইকবাল সিদ্দিকী, সভাপতি, সিলেট প্রেস ক্লাব, জনাব মাহবুবুর রহমান রিপন, সভাপতি ইমজা সিলেট, যমুনা টিভি, জনাব গোলজার আহমদ, সাধারণ সম্পাদক, ইমজা সিলেট, এখন টিভি, জনাব ইকরামুল কবির, সময় টিভি, জনাব আব্দুর রশিদ রেনু, দৈনিক যুগান্তর, , মৃনাল কান্তি দাস, মাই টিভি, জনাব মোঃ আব্দুল মালেক, দৈনিক যুগভেরী, জনাব গোলাম মর্তুজা, শ্যামল সিলেট, জনাব শাহীন আহমেদ, মাই টিভি, জনাব আজবাহার উদ্দিন শিমুল, সিলেট প্রতিদিন, চ্যানেল ২৪, জনাব আশরাফ চৌধুরী রাজু, আমাদের নতুন সময়, জনাব আব্দুল আউয়াল চৌঃ শিপার, মোহনা টিভি, জনাব নৌসাদ আহমেদ চৌধুরী, সময় টিভি, জনাব সাদিকুর রহমান সাকী, চ্যানেল আই, জনাব এম এ মারুফ, ব্যুরো প্রধান, দৈনিক কালের কন্ঠ, জনাব কামকামুর রাজ্জাকী রুনু, আরটিভি, জনাব শাহ মুজিবুর রহমান জকন, এটিএন বাংলা, জনাব আবুল হোসেন আবুল মোহাম্মদ, শ্যামল সিলেট, জনাব এটিএম তোরাব, দৈনিক নয়াদিগন্ত, জনাব আহবাব মোস্তফা খান, দৈনিক জালালাবাদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক ঢাকা ট্রিবিউন, জনাব দিপক বৈদ্য, চ্যানেল ২৪, জনাব সজল ছত্রী, এনটিভি, জনাব সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক সিলেটের ডাক, জনাব এস ছোটন সিংহ, বৈশাখী টিভি, জনাব কাইয়ুম উল্লাস, নাগরিক টিভি, জনাব এম আর টুনু তালুকদার, আনন্দ টিভি, জনাব শাহজাহান সেলিম বুলবুল, এশিয়ান টিভি, জনাব সুবর্ণা হামিদ, চ্যানেল আই, আমাদের নতুন সময়, সহ এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *