Home » শাহরুখের ছবির জন্য আমির খানের বার্তা

শাহরুখের ছবির জন্য আমির খানের বার্তা

বলিউডের খোঁজ কম-বেশি যারাই রাখেন, তাদের সকলের জানা কথা- শাহরুখ খান ও আমির খানের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব। একাধিকবার তাদের মধ্যকার ‘স্নায়ুযুদ্ধ’ সামনে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে সেই দূরত্বের বরফ গলেছে। কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে কাঁধে কাঁধ মেলাতে দেখা গেছে তাদের। সেই সুবাদে এবার শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র জন্য শুভকামনা পাঠালেন আমির খান। যা দেখে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

প্রসঙ্গের মূলে অবশ্য রয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। ‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন তিনি। আর এই নন্দিত নির্মাতার সফলতম দুটি ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’তে অভিনয় করেছেন আমির খান। ফলে হিরানির সঙ্গে তার সম্পর্ক, ভাতৃত্ব বেশ গভীর।

২০০৩ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির প্রথম সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বলিউডে তার দুই দশক পূর্ণ হয়েছে। এই প্রসঙ্গ ধরেই একটি ভিডিও বার্তা দেন আমির খান। তাতে বললেন, “রাজকুমার হিরানি আমার অত্যন্ত পছন্দের নির্মাতা। রাজু, তুমি ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছো, অভিনন্দন তোমাকে। তোমার নতুন একটি ছবি আসছে, ‘ডাঙ্কি’ নামে। শাহরুখ ও তুমি একসঙ্গে আসছো, কী জাদু তৈরি করেছো, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা সবাই। তোমার জন্য অনেক শুভকামনা, সবসময় সফলতা আসুক। সফলতা তোমার পায়ে পড়ে থাকবে, কারণ তুমি মেধার পেছনে ছোটো। অনেক ভালোবাসা নিও।”

এদিকে শাহরুখ খানও হিরানির জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “হাই রাজু স্যার, আপনার সিনেমা ক্যারিয়ারের ২০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাই। ‘মুন্নাভাই’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’সহ আমরা আপনার সব সিনেমা দেখেছি এবং মুগ্ধ হয়েছি।”

এছাড়া রণবীর কাপুর, ভিকি কৌশল, শরমন জোশিসহ আরও অনেকেই হিরানির দুই দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ‘ডাঙ্কি’ দেখার জন্য দর্শককে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গোভার প্রমুখ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এটি মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *