Home » ভোটের মাঠে ৪ জনের সঙ্গে লড়বেন হিরো আলম

ভোটের মাঠে ৪ জনের সঙ্গে লড়বেন হিরো আলম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে টিকে রয়েছেন ৫৩ প্রার্থী। রবিবার (১৭ ডিসেম্বর) ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাইফুল ইসলাম রবিবার সন্ধ্যায় বাকি প্রার্থীদের নাম প্রকাশ করেছেন।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মোট ৬৪ প্রার্থীর মধ্যে রবিবার শেষ দিনে বিভিন্ন দল ও স্বতন্ত্র ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে সাতটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে।

এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের সাহাদারা মান্নান, জাতীয় পার্টির গোলাম মোস্তফা বাবু, তৃণমূল বিএনপির এন এম আবু জিহাদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাসদের হাসান আকবর আফজাল, স্বতন্ত্র কে এস এম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র শাহাজাদী আলম লিপি, স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ও স্বতন্ত্র মো. শোকরানা।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বিএনএফের বরকত উল্লাহ, তৃণমূল বিএনপির বজলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মুনছুর রহমান শেখ, স্বতন্ত্র বিউটি বেগম, স্বতন্ত্র আকরাম হোসেন ও স্বতন্ত্র আল ফারাবী মো. নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফরিনা পারভীন, তৃণমূল বিএনপির আবদুল মোত্তালেব, জাসদের আবদুল মালেক সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রফিকুল ইসলাম সরদার, স্বতন্ত্র অজয় কুমার সরকার, স্বতন্ত্র খান মুহাম্মদ সাইফুল্লাহ আল
মেহেদী, স্বতন্ত্র আফজাল হোসেন ও স্বতন্ত্র নজরুল ইসলাম ভোটের মাঠে রয়েছেন।


বগুড়া-৪
(কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল হোসেন আলম (হিরো আলম), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান ভোটের চূড়ান্ত লড়াইয়ে আছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের মজিবর রহমান মজনু, জাসদের রাসেল মাহমুদ, বিএনএফের আল আসলাম হোসেন রাসেল, ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের মামুনার রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া-৬
(সদর) আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু এমপি, জাতীয় পার্টির আজিজ আহম্মেদ, ন্যাশনাল পিপলস্ পার্টির শহিদুল ইসলাম, স্বতন্ত্র আবদুল মান্নান ও স্বতন্ত্র সৈয়দ কবির আহম্মেদ নির্বাচনে আছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মোস্তফা আলম, জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মেহেরুল আলম মিশু, জাসদের আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) আবদুল মজিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এনামুল হক, ন্যাশনাল পিপলস্ পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রনি, স্বতন্ত্র নজরুল ইসলাম, স্বতন্ত্র রেজাউল করিম বাবলু ও স্বতন্ত্র সরকার বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *