Home » আমি কোনো উপদেশই দিতে চাই না, কারো উপদেশ কখনও শোনাই উচিত না: প্রতিমন্ত্রী

আমি কোনো উপদেশই দিতে চাই না, কারো উপদেশ কখনও শোনাই উচিত না: প্রতিমন্ত্রী

দেশের জনপ্রিয় ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান এবার কেরানীগঞ্জের স্ট্রিট ফুড রিভিউ দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে সঙ্গে নিয়ে। নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে তাদের ভিডিওটি।

‘রাফসান দ্য ছোট ভাই’ পেজে শুক্রবার ( ১৫ ডিসেম্বর) ভিডিওটি আপলোড হওয়ার পরই নেটিজেনদের নজর কাড়ে এটি। ১৭ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিমন্ত্রী হওয়ার পরও রাফসানের সঙ্গে সাধারণ মানুষের মতো ঘুরে কেরানীগঞ্জের বিভিন্ন স্ট্রিট ফুডের স্বাদ নিচ্ছেন নসরুল।

ভিডিওর শুরুতেই দেখা যায়, প্রতিমন্ত্রীকে ‘বিপু ভাই’ হিসেবে পরিচয় করে দিচ্ছেন রাফসান। এবারের ফুড রিভিউতে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রীকে দেখা গেল কেরানীগঞ্জের জনপ্রিয় ‘সেলিম বাবুর্চি এন্ড বিরিয়ানী হাউজ’-এ জমপেশ খাবারে অংশ নিতে।

এসময় প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট এলাকার জনপ্রিয় খাবার খেতে হলে হোটেলে বসে খেলেই মজা উপভোগ করা যায়। বাড়িতে প্যাকেট করে নিয়ে গেলে হোটেলের সেই পরিবেশটা উপভোগ করা যায় না।

বিরিয়ানীসহ নানা রিচ খাবারের স্বাদ নেয়ার পর বাকরখানি, জামাই আপ্যায়ন বিরিয়ানি, চটপটিও খেতে দেখা যায় নসরুল ও রাফসানকে। এরপর প্রতিমন্ত্রীর বাড়িও ঘুরেন রাফসান।

ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায়, সাঁতার না জানা রাফসানকে নিয়ে নৌকা ভ্রমণে বেরিয়েছেন নসরুল। রাফসান এ সময় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, তরুণদের প্রতি প্রতিমন্ত্রীর উপদেশ কী?

এমন প্রশ্নের চমৎকার উত্তর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি তাদের কোনো উপদেশই দিতে চাই না। কারণ কারো উপদেশ কখনও শোনাই উচিত না। জীবনে সেটাই করা উচিত যেটা মন চায়। নিজের মনের মতোই নিজেকে গড়ে নেয়া উচিত। এতেই জীবনে সাফল্য আসে। আমিও আমার জীবনে সেটাই করেছি যেটা আমার মন চেয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *