ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেছেন ভিকি কৌশল। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। মানেকশর মতো শরীর এবং অশ্বারোহী পটভূমির জন্য ঘোড়ার পিঠে চড়ার দক্ষতাও অর্জন করতে হয়েছে ভিকিকে।
অ্যানিমেল সিনেমার সঙ্গে মাঠে নামলেও লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ‘স্যাম বাহাদুর’। তবে বক্স অফিসে কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছে সিনেমাটি। মুক্তির ১৫ দিন পরও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। তাতেই খুশি সংশ্লিষ্টরা। আর ১৫ দিনে কত আয় করল ‘স্যাম বাহাদুর’? তার হিসাব কষছেন অনেকে।
৫৫ কোটি ভারতীয় রুপি ব্যায়ে নির্মিত হয়েছিল ‘স্যাম বাহাদুর’ সিনেমাটি। আয় কম হলেও সিনেমাটির ধারাবাহিক পারফরম্যান্স দেখে বিশ্লেষকরা বলছেন, এটিকে দর্শকরা পছন্দ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় শুধুমাত্র ভারতে ৭৬.৭৫ কোটি রুপি আয় করেছে স্যাম বাহাদুর সিনেমাটি। আর সারা বিশ্বে আয় করেছে ৯০ কোটি ভারতীয় রুপি। সিনেমার বাজেটের তুলনায় এ আয়কে ভালোই বলছেন অনেকে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাপ্রধান ছিলেন স্যাম মানেকশাহ। তার চরিত্রে ভিকি কৌশল। মানেকশাহর স্ত্রীর সিলুর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফাতিমা সানা শেখকে দেখা গেছে ইন্দিরা গান্ধীর চরিত্রে।
বার্তা বিভাগ প্রধান