Home » পতাকা অবমাননার প্রতিবাদ করায় ২ জনকে মারধর, আটক ১২

পতাকা অবমাননার প্রতিবাদ করায় ২ জনকে মারধর, আটক ১২

লক্ষ্মীপুরে বিজয় দিবসে পতাকার অবমাননার প্রতিবাদ করায় হোটেল শ্রমিকদের হামলায় ওমর ফারুক ও আরিফুর রহমান নামে দুই ভূমি সহকারী কর্মকর্তা আহত হয়েছেন। আহত দু’জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকার মোহাম্মদীয়া নামক হোটেলে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা হোটেল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ১২ হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।

আহত ওমর ফারুক উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের তহসিলদার এবং আরিফুর রহমান রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের তহসিলদার এবং দুইজনই মুক্তিযোদ্ধার সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয়ী দিবস উপলক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকার মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। এসময় ওই হোটেলে খাবার খেতে এসে পতাকার অবমানার প্রতিবাদ করেন ওমর ফারুক। এতে হোটেলের ম্যানেজার মায়নুল হাসান সাকিবের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওমর ফারুকের উপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে গেলে তহসিলদার আরিফুর রহমানও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে মুক্তিযুদ্ধের সন্তান ইউনিটের নেতা কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পুলিশ ওই হোটেলের ১২ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার উপ-পরিদর্শক ওলি উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *