ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সাড়ে ৫ হাজার কোটি ডলার সহায়তা আটকে দিয়েছে হাঙ্গেরি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইইউ নেতারা ইউক্রেনের সঙ্গে ইইউ এর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরই এই সহায়তা অবরোধের ঘোষণা আসে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
ব্রাসেলসে বৃহস্পতিবারের আলোচনার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছে,‘নাইটশিফ্টের সারসংক্ষেপ: ইউক্রেনের জন্য অতিরিক্ত অর্থে ভেটো।’
তবে ইইউ নেতারা বলেছেন, আগামী বছরের শুরুর দিকে সহায়তা আলোচনা আবার শুরু হবে।
দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইইউ এবং মার্কিন অর্থায়নের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন।
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে হাঙ্গেরি। দেশটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের ইইউ সদস্যতার বিরোধিতা করে আসলেও সেই পদক্ষেপে ভেটো দেয়নি।
অরবানের বিরোধিতার বিষয়ে মন্তব্য করে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, ‘আমাদের কাছে এখনও কিছু সময় আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন অর্থশূন্য হয়ে পড়বে না।’
এদিকে, ৬ হাজার ১০০ কোটি ডলার মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন পেতে মরিয়া হয়ে পড়েছে ইউক্রেন। তবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বড় ধরণের মতবিরোধের কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।
বার্তা বিভাগ প্রধান