লোহিত সাগরে ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের উপকূল থেকে ছোড়া দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ফরাসি যুদ্ধজাহাজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফরাসি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ শনিবার ফ্রান্সের সময় রাত সাড়ে নয়টায় প্রথম ড্রোন ভূপাতিত করে। দ্বিতীয়টি ভূপাতিত করা হয় সাড়ে ১টায়। ইয়েমেনের আল হুদাইদাহ উপকূল থেকে ১১০ কিলোমিটার দূরে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।
শনিবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল, ইসরায়েলগামী সব জাহাজকে লক্ষ্য করে তারা হামলা চালাবে। এক্ষেত্রে কোনও দেশকে বাছবিচার করা হবে না। ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্য না করতে সব আন্তর্জাতিক জাহাজ কোম্পানিকে সতর্ক করে গোষ্ঠীটি।
ইতোমধ্যে হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে একাধিক ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ আটক করেছে। এই দুই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহণ করা হয়।
বার্তা বিভাগ প্রধান