জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন অটিজম শিশুরা আমাদের সন্তান তারা আমাদের সমাজেরই অংশ তারা চিরকাল শিশু থাকবেনা তারা ধীরে ধীরে বেড়ে উঠবে তারা একদিন এ দেশের পূর্ণ বয়স্ক মানুষ হিসেবে এই সমাজেই বিচরণ করবে তাদের যার যে জায়গায় মেধা আছে সেটাই আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এবং সেটাতেই পূনঃবিকাশ পায় আর ভবিষ্যতে তারা নিজেরাই নিজেদের পায়ে দাড়াতে পারে।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে সঙ্গে আছি ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত বিশেষ শিশুদের স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গে আছি ফাউন্ডেশনের সভাপতি জসিমউদদীন খান,পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।