রণজিৎ দাস : বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের মধ্যদিয়ে রংপুরে মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের কর হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। সংগঠনের সভাপতি সার্জেন্ট আবুল মুনসুর এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্ণেল নেয়ামুল ইসলাম ফতেমী বীর প্রতীক, প্রাইম মেডিকেল কলেজের উপ-পরিচালক মেজর মোঃ হারুন অর রশিদ, ক্যাপ্টেন মোঃ মতিয়ুর রহমান, ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম, ক্যাপ্টেন মোঃ রাজু আহমেদ, ক্যাপ্টেন মোঃ কামরুজ্জামান, ক্যাপ্টেন মোঃ নুরুল আমিন প্রধান রাঙ্গা, লেঃ মোঃ আব্দুস সালাম, লেঃ মোঃ সুলতানুল মোমেনিন, সিনিয়র ওয়াঃ অফিঃ সোলাইমান খন্দকার। এ সময় অসকস এর জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক