দুর্গাপুজোয় মেতে গোটা রাজ্য। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, অষ্টমী পর্যন্ত আবহাওয়া ভাল থাকবে। কিন্তু এ বার জানাল, নবমী থেকেই আবহাওয়া পরবির্তন হতে শুরু করবে। অষ্টমী পর্যন্ত আবহওয়া মনোরম থাকলেও, নিম্নচাপের জেরে নবমী থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৩ অক্টোবর (নবমীর দিন) হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। ওই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলা শুকনোই থাকবে। ২৪ এবং ২৫ অক্টোবর (দশমী এবং একাদশীর দিন) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। ওই দু’দিন এই দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশের মুখ ভার থাকবে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।
২৬ অক্টোবরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিনও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়ায়। বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
নির্বাহী সম্পাদক