জিয়াউল হেনরী কালের কণ্ঠকে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।এ বিষয়ে ভর্তি কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভর্তির আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিদ্যালয়ে খালি আসনের তালিকা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাউশির উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের জাতীয়করণসহ সরকারিসহ মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শূন্য আসনের তালিকা পাঠানোর সময়সীমা ছিল ১৭ অক্টোবর পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন না করায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা আরো তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
নির্বাহী সম্পাদক