Home » মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ‘সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ’ সিলেট-এ আজ দিনব্যাপী শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ‘সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ’ সিলেট-এ আজ দিনব্যাপী শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় আজ সিলেটের প্রাণকেন্দ্র উপশহর পয়েন্টে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল- কবির প্রতিষ্ঠিত সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে ২০২৩ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষনার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলেজের স্বনামধন্য অধ্যক্ষ ও সীমান্তিক শিক্ষার পরিচালক মো. আব্দুর রউফ তাপাদার স্যারের আন্তরিক প্রচেষ্টার ও সার্বিক তত্বাবধানে আজকের কর্মশালায় সকালের সেশনে বিএড ক্যারিকুলামের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ক্যারিকুলাম বিশেষজ্ঞ, বিএড-এর বিভিন্ন বিষয়ের গ্রন্থ প্রণেতা ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. ডি.এম. ফিরোজ শাহ। বিকালের সেসন পরিচালনা করেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও বিএড প্রোগ্রাম বিশেষজ্ঞ ড. মো. দিদার চৌধুরী। তিনি মূলত: পাঠ পরিকল্পনা তৈরি, পাঠ উপস্থাপনার বিভিন্ন পদ্ধতি এবং কৌশল উপস্থাপনা করেন।

দিনব্যাপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস মুখরিত ছিল। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগী হয়ে কাজ করেন জেলা শিক্ষা অফিসার ও রিসোর্স পার্সন জনাব জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, রিসোর্স পার্সন সহযোগী অধ্যাপক মো.মনিরুল ইসলাম, কোর্ডিনেটর মো: হারুন রশিদ, প্রভাষক মুনিম মোহাম্মদ শামসুজ্জামান চৌধুরী, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক ভারতী দাস, প্রভাষক আমিনুল ইসলাম। কর্মশালায় কারিগরি সহায়তায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ফাহিমা আক্তার, কম্পিউটার অপারেটর মো. মাহফুজ আহমদ, অফিস স্টাফ মাহবুব আহমদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *