Home » ছয় কোটি ডিম আমদানির অনুমোদন

ছয় কোটি ডিম আমদানির অনুমোদন

অস্থিতিশীল ডিমের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নতুন করে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ছয়টি প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করবে। অনুমোদন পাওয়া আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুর ট্রেডার্স।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।অভ্যন্তরীণ বাজারে হঠাৎ করে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া, গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

জানা গেছে, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই ছয় প্রতিষ্ঠান ডিম আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *