Home » সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১০৮টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি এই তদারকি সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এরমধ্যে, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪২টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারাদেশে ৪৪টি টিম কর্তৃক ৫৮টি বাজারে ১০৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *