Home » রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের উদ্বোধন শেষে একটি র‌্যালী নগরীর মূল সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয় । পরে শিল্পকলা একাডেমী ভবনের হলরুমে আলোচনা সভা ও আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত শিশুদের প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের , অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুজ্জামান ফারুকী, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবু তালহা বিপ্লব, সহযোগিতায় স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ার কাদির মাসুম প্রমুখ।কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। আলোচনা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকসংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও রংপুরে অবস্থিত মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *