“সাঁতার শিখি, দূর্যোগে মানুষের পাশে থাকি” থীমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের স্পেশাল ইভেন্ট’স এর আয়োজনে ২২আগস্ট মঙ্গলবার শেখ রাসেল সুইমিং পুল রংপুর এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপের শতাধিক রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে রোভার বোরহান হোসেন স্মৃতি ২য় সাঁতার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সাঁতার ক্যাম্পের কর্মসূচির অংশ হিসেবে ছিলো সকাল ৭.৩০টায় উপস্থিতি ও রেজিষ্ট্রেশন, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে স্কাউটিং পদ্ধতিতে পতাকা উত্তোলন ও উদ্বোধন, রোভার ও গার্লইন রোভার স্কাউট সদস্যদের পৃথক সাঁতার প্রতিযোগিতা ও সাঁতার মূল্যায়ন, পানিতে ফান এন্ড গেম (ধরি বেলুন, চলো ফাটাই), সাঁতার শিখন, বিজয়ী প্রতিযোগীদের মাঝে মেডেল,সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ।
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের স্পেশাল ইভেন্টস এর সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে রোভার বোরহান হোসেন স্মৃতি সাঁতার ক্যাম্পের পুরষ্কারে (মেডেল) ও সনদপত্র বিতরণ এবং সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর োজেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম-এলটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার লিডার আব্দুর রহমান মিন্টু, জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবার রহমান সোহেল, জেলা রোভারের সহকারী কমিশনার আইসিটি মোঃ হারুন উর রশীদ সরকার, গার্লইন রোভার লিডার শাহিদা বিনতে বারী, প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ রেজওয়ান হোসেন সুমন ও জেলা গার্লইন রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোকসানা খাতুন মায়া। সমাপনি অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয় ১০জন রোভার ও ১০জন গার্লইন রোভার স্কাউট সদস্যদের মাঝে সেরা-১০ এর মেডেল ও অংশগ্রহণকারী সকলকে সাফল্যের সাথে অংশগ্রহণ স্বরূপ মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের জন্য সাঁতার অবিচ্ছেদ্য ও আবশ্যিক একটি বিষয়। স্পেশাল ইভেন্ট’স রংপুর জেলা রোভারের আয়োজনে রোভার স্কাউট সদস্যদের পারদর্শিতা প্রদানের লক্ষে এ সাঁতার ক্যাম্পের আয়োজন করা হয়। রংপুর জেলা রোভারের আওতাধীন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় ও কর্মঠে রোভার বোরহান হোসেন ২০২০ সালের ২১আগস্ট গাইবান্ধা জেলা ব্রহ্মপুত্র তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পানিতে পরে গিয়ে নিখোঁজ হয়ে যায়। রোভার বোরহান হোসেন এর স্মৃতি ধরে রাখতে এবং তাঁর স্মরণে সাঁতার ক্যাম্পটির নাম করণ করা হয় “রোভার বোরহান হোসেন স্মৃতি ২য় সাঁতার ক্যাম্প-২০২৩”।
নির্বাহী সম্পাদক