পঞ্চগড় সদর উপজেলার ক্ষুদ্র চা চাষিদের নিয়ে সবুজপাতা চয়ন ও সার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপি কর্মশালা ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকার চা বাগান সংলগ্ন অমরখানা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পঞ্চগড় চা চাষি অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সায়েদ আলী, চা চাষি রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় চা চাষিদের সবুজ পাতা চয়ন ও সার ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুল হক।
কর্মশালায় চা চাষিরা চায়ের নায্য দাম, সার, ঔষুধ ও কীটনাশকের দাম কমানো, নগদ চা পাতার মূল্যে পরিশোধ, চায়ের সিন্ডিকেট নির্মূলসহ চা চাষিদের মাঝে নানা কৃষি সামগ্রী বিতরণের দাবি জানান।
এ সময় বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন চাষিদের চায়ের ন্যায্য মূল্যে নিশ্চিত, কারখানায় হাতে তোলা চা পাতা দেওয়া, চা পাতার দাম নগদ পরিশোধে কারাখানা মালিকদের প্রতি নির্দেশনা প্রদান, চায়ের সিন্ডিকেট নির্মূলসহ নানা বিষয়ে চা চাষিদের আশ্বস্ত করেন। কর্মশালায় সদর উপজেলার ৬০ জন চা চাষি অংশ নেন।
নির্বাহী সম্পাদক