‘নারীশিক্ষার উন্নয়নে সীমান্তিকের অবদান অবিস্মরণীয়’ মো.সালাহ উদ্দিন
জেলা তথ্য অফিস, সিলেট -এর উপ পরিচালক মো.সালাহ উদ্দিন বলেন, “নারী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে নারীদেরকে প্রযুক্তিনির্ভর পাঠদানের উপর গুরুত্ব দেওয়া সময়ের দাবী। এটা শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়ায় নয় বরং দেশ ও সমাজের জন্য অত্যাবশ্যক। বিশেষ অতিথি’র বক্তব্যে আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুসরাত রিকজা বলেন, সিলেট শহরের প্রাণকেন্দ্রে এত সুন্দর পরিবেশে এ কলেজের অবস্থান, লেখাপড়ার মনোরম পরিবেশ সত্যি সত্যিই প্রশংসার দাবি রাখে।
আজ ১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার উপশহরস্থ সীমান্তিক কলেজের অডিটোরিয়ামে সিলেট শহরের বিভিন্ন স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ কৃতি কয়েক শত ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ও সীমান্তিক শিক্ষার পরিচালক মো.আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শওকত আলী, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সীমান্তিক কলেজের সাবেক কো-অর্ডিনেটর মো.আলীম উদ্দিন। সভাপতি’র বক্তব্যে অধ্যক্ষ মো.আব্দুর রউফ তাপাদার বলেন, নারীশিক্ষা ছাড়া একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে উঠতে পারে না তাই নারীশিক্ষার অগ্রগতিতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, স্বপ্নে অবিচল থেকে কাজ করে গেলে একদিন স্বপ্ন বাস্তবে পরিণত হবেই।
তিনি এসএসসি ২০২৩ উত্তীর্ণ কৃতী ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। তোমাদের নেতৃত্বেই একদিন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে। একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়মিত অধ্যাবসায় করতে পারলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। সাফল্য ছিনিয়ে আনবেই। তোমাদের জন্য রইলো সীমান্তিক পরিবারের পক্ষ থেকে একরাশ শুভকামনা ও দোয়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের ছাত্রী নাদিয়া আক্তারএবং গীতা পাঠ করেন ছাত্রী তনুশ্রী দাশ, প্রভাষক মিথিলা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক হেলেনা আক্তার জেনি,ধন্যবাদ জ্ঞাপন করেন উপাধ্যক্ষ মো.জয়নাল আবেদীন। অভিভাবক ও সংবর্ধিত ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অতিথিরা।
প্রতিনিধি