Home » পাট গবেষণা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

পাট গবেষণা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন ও বাংলাদেশ পাট গবেষণাসহ বিভিন্ন কৃষি ফার্মে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণ ও শ্রমিক মজুরি ১হাজার টাকা বৃদ্ধি ও ৩০ দিনের পরিবর্তে ৬০দিনের মজুরি প্রদান করতে হবে। ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করে। গতকাল বুধবার রংপুরের দখিগঞ্জ পাট গবেষণা ইন্সটিটিউট এর শ্রমিকরা ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া,সহ সভাপতি মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক রাশেদ মিয়া, কোষাধক্ষ্য আব্দুল বারেক প্রমুখ। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের শ্রমিকদেরকে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন অব্যাহত রাখবে। এছাড়াও এ আন্দোলন আগামী ৩০ জুলাই সারাদেশর ন্যায় রংপুর জেলার প্রতিটি ফার্মে শ্রমিকদের মিছিল,অবস্থান,মানববন্ধন ও অফিসসমূহের সামনে অনশন পালন কর্মসূচি পালিত হবে। এতে সংশ্লিষ্ট সকলকে সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *